সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বুধবার দুপুরে উপজেলার বড়হর গ্রামের পাশে করতোয়া নদীতে একটি যাত্রী ও গরুবাহী খেয়া নৌকা ডুবে গেলে ৮জন আহত হন। এসময় ৩জন গরু ব্যবসায়ীর প্রায় ৭ লাখ টাকা খোয়া যায়। নদীতে ডুবে যায় কয়েকটি মোটরসাইকেল। বড়হর ইউপি চেয়ারম্যান জহুরুল হক নান্নু ও স্থানীয় ব্যক্তিরা জানান, খেয়া নৌকাটি নদীর পূর্বপাড়ে পেঁচরপাড়া ডেফলবাড়ী থেকে ৪০/৫০জন যাত্রী ও ৮টি গরু নিয়ে পশ্চিমপাড় বড়হর গরুর হাটে আসছিল। নদীতে ঢেউ থাকায় এবং নৌকাটি অতিরিক্ত বোঝাই হবার কারণে ডুবে যায়। আহত যাত্রীদের মধ্যে ৩জন গরু ব্যবসায়ী রয়েছেন। এরা হলেন, চট্টগ্রাম পাহাড়তলী এলাকার আব্দুর রহিম, আবু সাঈদ এবং সিরাজগঞ্জের কামারখন্দ বলতৈল গ্রামের বাবলু হোসেন। এদের তিনজনের প্রায় ৭লাখ টাকা খোয়া গেছে বলে দাবি করেছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। অপর আহতদের মধ্যে রয়েছেন, উল্লাপাড়া ডেফলবাড়ী গ্রামের আব্দুল মজিদ একই গ্রামের নুরুল ইসলাম ও কোবাদ শেখ এদেরকে স্থানীয় ডক্টরস ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। এদিকে বড়হরে নৌকা ডুবির খবর পেয়ে উল্লাপাড়া উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্নাকে সঙ্গে নিয়ে দ্রুত ঘটনাস্থলে যান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উল্লাপাড়া ফায়ার সার্ভিস ও উল্লাপাড়া মডেল থানা পুলিশের সদস্যগণ। উপজেলা নিবার্হী কর্মকতার্ এ সময় উদ্ধার অভিযান পরিচালনা করেন। খেয়া নৌকাটি এই প্রতিবেদন লেখা পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি। নিবার্হী কর্মকতার্ আরিফুজ্জামান জানান, নৌকা ডুবিতে হতাহতের কোন ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যদেরকে আপাততঃ ঘটনাস্থলে রাখা হয়েছে।