নাটোরের গুরুদাসপুরে আওয়ামীলীগ কর্মি জালাল হত্যার দেড়মাস পর মামলার প্রধান আসামী শরিফুল ইসলামকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক শহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ সোমবার ভোরে পার্শ্ববর্তী সিংড়া উপজেলার বিজয়নগর এলাকা থেকে তাকে গ্রেফতার করেন। এর একসপ্তাহ আগে মামলার ওপর আসামী সাইদুলকে সিরাজগঞ্জের চর এলাকা থেকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে।
গত ১৩ জুন সকালে উপজেলার বিয়াঘাট ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি ও যোগেন্দ্রনগর মধ্যপাড়া গ্রামের মৃত আমজাদ মেম্বারের ছেলে জালাল উদ্দিন মন্ডলকে (৬০) প্রকাশ্যে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষরা। ঘটনার পরদিনই নিহতের ছেলে বাবু মন্ডল গুরুদাসপুর থানায় বাদী হয়ে একই গ্রামের মৃত আক্কাছ মন্ডলের ছেলে শরিফ (৩৭) ও সাইদুল (৪২), মৃত মমিন মন্ডলের ছেলে আশরাফুল (৩৬), মজিদ মন্ডলের ছেলে রেজাউল (৩২) ও রবি (৩৪), মজনুর ছেলে আজাদুল (২৭), মৃত সোবাহানের ছেলে দুলাল হোসেন (৩৩), মোশারফের ছেলে মাহাবুর (২৮) ও মৃত আশকান আলীর ছেলে হাছেন আলীর (৩০) বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।