আটঘরিয়ার পারখিদিরপুর হাই স্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচন

নিজেস্ব প্রতিনিধি :;
পাবনার আটঘরিয়া উপজেলার পারখিদিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য নির্বাচন গতকাল সম্পন্ন হয়েছে। অত্যান্ত আনন্দঘন পরিবেশে ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে কোন প্রকার অপ্রীতিকর বা কোন সহিংসতার ঘটনা ঘটে নাই। ভোটাররা বেশ উৎসাহ ও উদ্দিপনার মাধ্যমে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ৬শ ৯ জন ভোটারের মধ্যে ৫শ ২০ জন ভোটার ভোট দেন। নির্বাচনে হাড্ডা হাড্ডি প্রতিদ্বন্দিতা হয়েছে। অভিভাবক সদস্য পদে মোঃ তায়েজ উদ্দিন ২শ ৬২, মোঃ রবিউল ইসলাম ২শ ৫৭, মোঃ রফিকুল ইসলাম ২শ ৫৫ এবং মোঃ জামাত আলী ২শ ৫১ ভোটে নির্বাচিত হন। অপরদিকে মোঃ আনোয়ার হোসেন ২শ ৪৯, মোঃ আনিসুর রহমান ২শ ৪৪, মোঃ মিজানুর রহমান ২শ ২৮ এবং মোঃ মোজাম্মেল হক ২শ ২৬ ভোট পেয়ে পরাজিত হন। নির্বাচনে স্থানীয় আওয়ামী লীগের ২টি প্যানেল প্রতিদ্বন্দিতা করে। উভয় প্যানেল হতে ২জন করে মোট ৪জন অভিভাবক সদস্য নির্বাচিত হয়েছেন। ইতোপূর্বে মাজপাড়া ইউনিয়ন চেয়ারম্যান ও আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আঃ গফুর মিয়া সমর্থিত প্যানেলের মহিলা অভিভাবক সদস্যা বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন আটঘরিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস. এম শাহজাহান আলী। সহকারি প্রিজাইডং ও পোলিং অফিসারের দায়িত্ব পালন করেন উক্ত অফিসের কর্মকর্তা ও স্টাফ। আটঘরিয়া থানার অফিসার মিজান, তৌফিকসহ অফিসার ও পুলিশ সদস্যগণ আইন শৃংখলার দায়িত্ব পালন করেন। আটঘরিয়া থানা পুলিশের ব্যাপক নজরদারিতে নির্বাচন অত্যান্ত শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। এ সময় আটঘরিয়ার কর্মরত সাংবাদিক ও উৎসুক জনতা দেখা গেছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আফতাব হোসেন (সাংবাদিক) নির্বাচনের কাজে প্রয়োজনীয় সহযোগিতা করেন। শান্তিপূর্ণ ভাবে নির্বাচন হওয়ায় প্রধান শিক্ষক প্রিজাইডিং অফিসার, থানা পুলিশ ও সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন। উল্লেখ যে, বিদ্যালয়টি ১৯৬২ খ্রি. সালে প্রতিষ্ঠিত হওয়ার পর এবার দিয়ে ৩বার প্রত্যক্ষ ভোটে অভিভাবক সদস্য নির্বাচন হলো বলে জানা গেছে