অবেশেষে নাটোরের আপামর জনতার দাবী পূরণ হতে চলেছে ।নাটোরের বড়হরিশপুর থেকে বনবেলঘরিয়া বাইপাস পর্যন্ত ছয় কিলোমিটার সড়ক সম্প্রসারণ কাজে বৈদ্যুতিক খুঁটি রেখেই কার্পেটিং করা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর খুঁটি অপসারন করা শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এছাড়া বিষয়টি নিয়ে ফেসবুকে অনেকেই পোষ্ট দেন ।আমি লাইভ প্রতিবেদন প্রকাশ করি । শনিবার সকাল থেকেই খুঁটিগুলো অপসারন করতে দেখা যায়। ঝুঁকিপূর্ণ এইসব বৈদ্যুতিক খুঁটির ওপর ৩৩ হাজার ভোল্টের লাইন সহ বিভিন্ন বাসা-বাড়ি এবং অফিসে সংযোগ রয়েছে। খুঁটি না সরিয়েই গত মঙ্গলবার সড়কের কার্পেটিং শুরু হয়। সড়কে বৈদ্যুতিক পিলার রেখেই কাজ চলছে। যেন বাধা দেবার কেউ নেই। ৮টি খুঁটি সরানোর জন্য নেসকোকে ৭৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। তার মানে খুঁটি প্রতি ৮ লাখ টাকা। তারপরেও খুঁটি সরানোর উদ্যোগ নেই। বিষয়টি দুঃখজনক। অনেক ফেসবুক ব্যবহারকারী ¯’স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলসহ সাংবাদিকদের উদ্দেশ্যে বিষয়টি দেখার অনুরোধ করেন। নাটোর পৌরসভা, নেসকো সহ সরকারী অন্যান্য বিভাগের সাথে সমন্বয় না করেই সড়কের প্রকল্প হাতে নেওয়ায় অনেকেই বিস্ময় প্রকাশ করে পোষ্ট দেন। পরে এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে ‘সড়কের মাঝখানে ৮ বিদ্যুতের খুঁটি রেখেই কার্পেটিং!’ শিরোনামে’ একটি সংবাদ প্রকাশ হলে বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে।