নওগাঁ প্রতিনিধি ঃ কৃষকের ঘরে ধান আছে যতদিন, কিনতে হবে ততদিন এই শ্লোগানে সরকারী গুদামে ধান কেনা অব্যাহত রাখার দাবীতে নওগাঁর পতœীতলায় মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। বুধববার সকালে উপজেলার নজিপুর খাদ্য গুদামের সামনে এ কর্মসূচী পালন করেন স্থানীয় কৃষকরা।
এসময় বক্তব্য রাখেন, উপজেলার ঘোষনগর ইউনিয়নের জামগ্রাম গ্রামের কৃষক মাহবুবুল আলম, নুরুজ্জামান, গণনপুর গ্রামের শাহানাজ পারভীন, পাটিচারা ইউনিয়নের আব্দুস সামাদ প্রমূখ।
মানববন্ধনে কৃষকরা বলেন, সরকারীভাবে সরাসরি কৃষকদের ধান কেনায় উপকৃত হচ্ছে তারা। তবে সরকার যে পরিমান ধান কিনছেন তা পর্যাপ্ত না। নওগাঁ জেলায় প্রায় সাড়ে লাখ মেট্রিক টন ধান উৎপাদন হয়েছে। অথচ সরকারীভাবে কেনা হচ্ছে খুবই কম। কৃষকদের বাঁচাতে ধান কেনা বরাদ্দ আরো বৃদ্ধি করে বেশি করে ধান কেনার দাবী জানানো হয়।
তারা আরো বলেন, পতœীতলা উপজেলার দুটি খাদ্য গুদামে কৃষকরা খুব্ সহজেই তাদের উৎপাদিত ধান দিতে পারছেন। এখানে খাদ্য গুদামের কর্মকর্তাদের কোন সহযোগিতার অভাব নেই।
মানববন্ধনে উপজেলার বিভিন্ন ইউনিয়নের শতাধিক কৃষক উপস্থিত ছিলেন।#