সুজানগর (পাবনা) প্রতিনিধি:
পাবনার সুজানগরে মঙ্গলবার বিকেলে দুইদিন ব্যাপি খামারীদের দুগ্ধ উৎপাদন বিষয়ক প্রশিক্ষণের সমাপনী হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের সভা কক্ষে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় এবং স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সী’র (জাইকা) সহযোগিতায় অনুষ্ঠিত প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যদেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন। দিনভর অনুষ্ঠিত প্রশিক্ষণে উপজেলার ৩৫জন দুগ্ধ খামারী অংশ নেন। এতে সংশ্লিষ্ট বিষয়ের উপর প্রশিক্ষণ দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ জামাল উদ্দিন ও ভেটেরিনারী সার্জন ডাঃ আব্দুল লতিফ। প্রশিক্ষণে সমন্বয়কের দায়িত্ব পালন করেন উক্ত প্রকল্পের ইউডিএফ ইমরান আলী। এসময় উপস্থিত ছিলেন পৌর আ.লীগের সাবেক সভাপতি মাহমুদুজ্জামান মানিক, উপজেলা আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক রাজা হাসান, উপ-দপ্তর সম্পাদক রেজাউল করিম রেজা মন্ডল, পৌর আ.লীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ প্রমুখ।