ইয়ানূর রহমান : পাচারের চার মাস পর সালমা খাতুন (১৩) নামে এক কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) যশোর।
সোমবার তাকে উদ্ধার করা হয়। সালমা জেলার শার্শা উপজেলার নৈহাটি গ্রামের মোমিন উদ্দিন ওরফে মাকা সরদারের মেয়ে।
যশোর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) যশোরের অতিরিক্ত পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন জানান, গত ২৪ মার্চ শার্শার পন্ডিতপুর গ্রামের আলী হোসেনের ছেলে আবু হুরায়রা প্রেমের ছলনায় বিয়ের প্রলোভন দিয়ে ভারতের ব্যাঙ্গালুরে একটি বাড়িতে আটক করে রাখে।
এ ঘটনায় সালমার মা আশুরা খাতুন বাদী হয়ে জেলা জজ আদালতে মানব পাচার প্রতিরোধ ও দমন ট্রাইব্যুনালে একটি মামলা করে। আদালত পিআইবির উপর তদন্তের নির্দেশ দেয়। পিআইবি মামলার সূত্র ধরে আজ একটি বেসরকারি সংগঠনের সহায়তায় তাকে উদ্ধার করা হয়। দুপুরে ভিকটিমের জবানবন্দি গ্রহণের জন্য আদালতে পাঠানো হয়।