নওগাঁর আত্রাই উপজেলার মাসিক উন্নয়ন সমন্নয় সভা সোমবার সকাল ১১টায় উপজেলা মিলনায়তনের সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে। আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ ছানাউল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই- রাণীনগর নির্বাচনী এলাকার সংসদ সদস্য মোঃ ইসরাফিল আলম। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ এবাদুর রহমান। সভায় প্রধান অতিথি ও সভাপতি বক্তব্যে বলেন, আত্রাই উপজেলা মাসিক সভায় প্রতিনিয়ত উপজেলা পর্যায়ে সরকারের সকল বিভাগের কর্মকর্তা-কর্মচারী বা প্রতিনিধিগণ উপস্থিত থেকে সরকারের কার্যক্রম গুলো সঠিক ভাবে পালন করা হচ্ছে কিনা সে ব্যাপারে আপনারা আপনাদের মতামত গুলো ইতি তুলে ধরেছেন, আর কোন কোন কাজকে অগ্রধিকার ভিত্তিতে করা জরুরী সেই বিষয় গুলো তুলে ধরেছেন, আমরা উপজেলা প্রশাসন গুরুত্ব সহকারে সেই কাজ গুলোকে অগ্রাধিকার ভিত্তিতে করার জন্য যথাযথ কর্তৃপক্ষের নিকট প্রস্তাবনা গুলো পাঠাবো, আশা করি আমাদের সকলের উপর নিজ নিজ অর্পিত দায়িত্ব ও কর্তব্য যথাযথ ভাবে পালন করলে জনগন উপজেলা প্রশাসন থেকে সঠিক সেবা ও সঠিক তথ্য পাবে। সভায় সভাপতি বলেন,আমরা সকলে নিজ নিজ অবস্থান থেকে দেশের জনগনের সেবাই নিয়োজিত, উপজেলা প্রশাসনের প্রত্যেক বিভাগকে সচ্ছতা ও জবাব দিহিতামূলক ভাবে সরকারী কাজ গুলো করতে হবে।কেউ যদি তাদের উপর অর্পিত দায়িত্ব সঠিক ভাবে পালন না করে তাহলে তার বিরুদ্ধে উপজেলা প্রশাসন কঠোর ব্যবস্থা গ্রহন করবে। মাসিক সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আত্রাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, আত্রাই থানা অফিসার ইনচার্জ মোসলেম উদ্দিন, আত্রাই উপজেলা আওয়ামী লীগ সভাপতি শ্রী নৃপেন্দ্র নাথ দত্ত দুলাল, সাধারণ সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল,পাঁচুপুর ইউপি চেয়ারম্যান আফছার আলী, ভোঁপাড়া ইউপি চেয়ারম্যান জানবক্স, আহসানগঞ্জ ইউপি চেয়ারম্যান মোঃ আক্কাছ আলী, বিশা ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল মান্নান মোল্লা, সাহাগোলা ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম বাবু, হাটকালু পাড়া ইউপি চেয়ারম্যান আব্দুস শুকুর সরদার, কালিকাপুর ইউপি চেয়ারম্যান প্রভাষক নাজমুল হক নাদিম, মনিয়ারী ইউপি চেয়ারম্যান আল্লা-মা শেরই বিপ্লব, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষি বিদ কেএম কাওছার হোসেন, আত্রাই জোন বিএমডিএ সহকারী প্রকৌশলী মোঃ আনোয়ার হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নভেন্দু নারায়ন চৌধূরী, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ নিজাম উদ্দিন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ শাহাদত হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ফজলুল হক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মোয়াজ্জেম হোেেসন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন।