মো. মনিরুজ্জামান ফারুক, পাবনা : – “পরিকল্পিত ফল চাষ, যোগাবে পুষ্টি সম্মত খাবার”- এ প্রতিপাদ্য নিয়ে বৃক্ষ রোপণে মানুষকে উদ্বুদ্ধ করতে প্রতিবছরের ন্যায় আজ সোমবার ( ২২ জুলাই ) পাবনার ভাঙ্গুড়ায় ৩ দিনব্যাপি ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে ও উপজেলা পরিষদের পৃষ্ঠপোষকতায় ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে অনুষ্ঠিত মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আজহার আলী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশরাফুজ্জামানের সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম হাফিজ রন্জু , উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আসলাম আলী, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মোঃ রমজান আলী খান, জেলা পরিষদ সদস্য গুলশাহানারা পারভীন লিপি, মহিলা ভাইস চেয়ারম্যান আজিদা পারভীন পাখি, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. এনামুল হক প্রমুখ ।
এর আগে একটি বর্ণাঢ্য র্যালি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা , জনপ্রতিনিধি অংশ নেন।