নওগাঁয় অটিজম ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

নওগাঁয় আশার আলো অটিষ্টিক ও বুদ্ধি প্রতিবন্ধি বিদ্যালয়ে অটিজম ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূটির আওতায় নওগাঁ জেলা ক্রীড়া অফিস এ প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে ৫০জন অটিজম ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশু অংশ গ্রহন করে।
প্রতিযোগিতা শেষে আশার আলো অটিষ্টিক ও বুদ্ধি প্রতিবন্ধি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওছিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন নওগাঁ সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক নুর মোহাম্মদ। এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নওগাঁ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ শরিফুল ইসলাম খান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নওগাঁ জেলা ক্রীড়া অফিসার আবু জাফর মাহামুদুজ্জামান। স্থানীয় বিপুল সংখ্যক জনতা এ মনোজ্ঞ অনুষ্টানে উপস্থিত থেকে প্রতিযোগিদের উৎসাহিত করেন।