নেত্রকোনার দুর্গাপুরে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন দুর্গাপুর উপজেলা কমিটির আয়োজনে গত সোমবার কৃষ্ণেরচর উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র মোঃ রাকীব মিয়া সড়ক দুর্ঘটনায় নির্মমভাবে নিহত হওয়ার প্রতিবাদে এক মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
মঙ্গলবার বিকেলে দুর্ঘটনাস্থল বিরিশিরি-ঢাকা মহাসড়কের নওয়াপাড়া নামক স্থানে দুর্গাপুরে বৈধ ড্র্ইাভিং লাইসেন্স চেকপোষ্ট চালু করা, লাইসেন্সবিহীন যান চলাচল নিষিদ্ধ করা,পরিবহন আইন মেনে চলা,সকাল আট ঘটিকা থেকে সন্ধ্যা ছয় ঘটিকা পর্যন্ত ট্রাক চলাচল বন্ধ রাখার দাবীতে মানববন্ধন কর্মসুচীতে ছাত্র ইউনিয়ন উপজেলা কমিটির সাধারন সম্পাদক মোঃ আলমগীর হোসেনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সিপিবি উপজেলা কমিটির সভাপতি আলকাছ উদ্দিন মীর, সাধারন সম্পাদক রুপন কুমার সরকার,জেলা কৃষক সমিতির সাংগঠনিক সম্পাদক মোঃ মোরশেদ আলম,উপজেলা ছাত্র ইউনিয়ন সভাপতি মোঃ সাহান আলী,কাকৈরগড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ শহিদুল হক, এছাড়া উক্ত মানববন্ধন কর্মসূচীকে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন উপজেলা কমিটি সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সাবেক সভাপতি মোঃ মামুনুর রশীদ প্রমুখ।