গুরুদাসপুরে মৎস্য অধিদপ্তরের মতবিনিময় সভা

জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৯ উদযাপন উপলক্ষে নাটোরের গুরুদাসপুরে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে উপজেলা মৎস্য অধিদপ্তর। এতে সভাপতিত্ব করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আলমগির কবীর।
‘সুনীল অর্থনীতি মৎস্য সেক্টরের সমৃদ্ধি’ শ্লোগানকে সামনে রেখে বুধবার বেলা ১১টায় উপজেলা মৎস্য অফিসে অনুষ্ঠিত মতবিনিময় সভায় মৎস্য কর্মকর্তা আলমগির কবীর জানান, গুরুদাসপুরে ১৬৯৫ হেক্টর জমিতে ৬৩৬২ টি পুকুর খননের মাধ্যমে গত অর্থবছরে ২৩৮৮ মৎস্যজীবি এবং ২৯২২ মৎস্য চাষী ৯১০৩ মেট্রিকটন মাছের উৎপাদনে রেকর্ড সৃষ্টি করেছে। যা দেশের চাহিদা মিটিয়ে বাইরেও রপ্তানী হচ্ছে। মতবিনিময় সভায় অন্যদের মধ্যে দৈনিক দিবারাত্রী সম্পাদক মো. আত্হার হোসেন, নির্বাহী সম্পাদক এমএম আলী আক্কাছ, প্রথম আলো প্রতিনিধি আনিসুর রহমান, চলনবিল প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ প্রমূখ বক্তব্য রাখেন। আজ বৃহস্পতিবার স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস জাতীয় মৎস্য সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।#