তাহেরপুরে পাঁচ ক্লিনিক ও এক ভুয়া এনজিও ছিলগালা

রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভায় লাইন্সেসবিহীন ও অনিয়মের অভিযোগে ভ্রাম্যমান আদালতে ছিলগালা করা ভুয়া ক্লিনিক গুলো নাম পাল্টিয়ে অবৈধ ভাবে ব্যবসা করায় পাঁচটি ক্লিনিক ও একটি ভুয়া এনজিও ছিলগালা করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল রবিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত তাহেরপুর পৌরসভার বিভিন্ন যায়গায় অভিযান চালায় ভ্রাম্যমান আদালতের একটি দল।

এসময় ক্লিনিক গুলোতে বৈধ কাগজপত্র ও চিকিৎসক না থাকায় অর্থদন্ডসহ ছিলগালা করেন ভ্রাম্যমান আদালতের এ্যাক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিউল ইসলাম। এছাড়া পাঁচটি ক্লিনিকের এক লক্ষ ৭০ হাজার টাকা জরিমানা ও ছিলগালা করে দেন। ক্লিনিক গুলো হলো, স্পন্দন ক্লিনিক,মীম ক্লিনিক,ডাক্তার সাব্বির ক্লিনিক,ফোরষ্টার ক্লিনিক এবং ডক্টরস ক্লিনিক। এছাড়াও বাংলার সুর্য্যদয় নামের একটি ভুয়া এনজিও’র ২০ হাজার টাকা জরিমানা ও ছিলগালা করে দেয়। তাহেরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস আই লুৎফর রহমান জানান,এলাকার লোকজনের অভিযোগের ভিত্তিত্বে গতকাল রোববার দুপুরে উপজেলার তাহেরপুর পৌরসভা এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। ক্লিনিক গুলোর বৈধ কাগজপত্র ও নিয়মিত চিকিৎসক না থাকার কারনে পাঁচটি ক্লিনিকের ১ লক্ষ ৭০ হাজার টাকা অর্থদন্ড ও ক্লিনিক গুলো ছিলগালা করে দেয়া হয়।

এব্যাপারে ভ্রাম্যমান আদালতের এ্যাক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রট ও উপজেলা নির্বাহী অফিসার জাকিউল ইসলাম বলেন, ক্লিনিক গুলোর বৈধ কাগজপত্র ও নিয়মিত চিকিৎসক না থাকায় অর্থদন্ড ও ছিলগালা করা হয়েছে। ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন। উল্লখ,গত ৯ জানুয়ারী স্বাস্থ্য অধিদপ্তর ও ওষুধ প্রশাসন অধিদপ্তরের সমন্বয়ে জেলা এরজুরেন্টের নিবার্হী ম্যাজিস্ট্রেট কাওছার হামিদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত তাহেরপুর পৌরসভার ক্ষণিকা সিনেমা পট্রি এলাকায় রোজা ক্লিনিক,দুর্গাপুর রোডে জেনারেল হাসপাতাল ও হরিতলা বাজারের সাব্বির ক্লিনিকে অভিযানে চালিয়ে সিলগালা করে দেয়া হয়। কিন্তু তারা ভুয়া ক্লিনিক গুলো নাম পাল্টিয়ে অবৈধ ভাবে ব্যবসা পরিচালনা করে যাচ্ছছিলো।