গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভায় ঠিকাদারি লাইসেন্স নবায়নে টালবাহনা ও লাইসেন্স বাতিল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন পৌরসভার আওতাধীন ঠিকাদাররা।
গতকাল শুক্রবার উপজেলার বঙ্গবন্ধু মূর্যাল চত্বরস্থ বিশিষ্ট ঠিকাদার মিজানুর রহমান লিটুর কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ঠিকাদার মিজানুর রহমান লিটু বলেন, গত ১২ জুন পৌরসভা কর্তৃক ৫টি প্যাকেজে টেন্ডার আহবান করা হয়। এছাড়া গত ২৭ জুন পৌর মেয়র আব্দুল্লাহ্ আল মামুন সংশ্লিষ্ট ঠিকাদারদের লাইসেন্স নবায়নের জন্য নোটিশ জারি করেন যার শেষ তারিখ ৩১ জুলাই। এদিকে আহবানকৃত টেন্ডার নোটিশে দরপত্র দাখিলের শেষ দিন ১৫ জুলাই নির্ধারণ করায় ঠিকাদারগণ তাদের লাইসেন্স নবায়নের জন্য পৌর মেয়রের নিকট দফায়-দফায় গেলেও তিনি টালবাহনার আশ্রয় নিতে থাকেন এবং লাইসেন্স নবায়ন কর্মকর্তাকে সু-কৌশলে পৌর কার্যালয়ের বাইরে রাখেন। এছাড়া মেয়র নিজস্বার্থ হাসিলের জন্য তার আস্থাভাজন গুটিকয়েক ঠিকাদারকে কাজ পাইয়ে দেয়ার ষড়যন্ত্র করায় তাদের লাইসেন্স নবায়নে টালবাহনা করেন। সংবাদ সম্মেলনে অন্যান্য ঠিকাদারদের মধ্যে উপস্থিত ছিলেন, লোকমান সরকার, রেজাউল আলম রেজা, আহসান আজিজ সরদার মিন্টু, মমিনুল ইসলাম, শহিদুল ইসলাম রানা, গোলাম মর্ত্তুজা টুকু ও আব্দুল্লাহ আল মেহেদী রাসেল। এনিয়ে পৌর মেয়র আব্দুল্লাহ্ আল মামুন ওইদিন দুপুরে তাঁর কার্যালয়ে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় কালে বলেন ঠিকাদারদের সমস্ত অভিযোগ মিথ্যা এবং উদ্দেশ্য প্রনোদিত। গুটিকয়েক ঠিকাদার যারা তাকে ভালোবাসে না তারা এ সমস্ত অভিযোগ করছে। তিনি আরও বলেন ৩১ জুলাই পর্যন্ত লাইসেন্স নবায়ন করা যাবে। সেখানে পৌরসভার কোন গাফিলতি নেই। পৌরসভার কর্মকর্তাদের আন্দোলন অব্যাহত রয়েছে। সে কারনে নবায়ন কর্মকর্তা বাইরে রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে বিধি মোতাবেক লাইসেন্স নবায়ন করা হবে। সবেমাত্র ১২ তারিখ, ৩১ তারিখ পযন্ত নবায়ন করার মেয়াদ রয়েছে।