মৌলভীবাজারে অসহায় মুক্তিযোদ্ধা বসতঘর দখলের চেষ্টা, সাইনবোর্ডে কাঁদা লেপন

মৌলভীবাজার সদর উপজেলার মাতারকাপন এলাকায় এক ভূমিহীন মুক্তিযোদ্ধা পরিবারের তালাবন্ধ ঘরের দরজা ভেঙ্গে বসতগৃহে লুঠপাট চালানো হয়েছে । ভাংচুর শেষে মুক্তিযোদ্ধা নামীয় সাইনবোর্ডে কাঁদা লেপন করে দিয়েছে দুর্বত্ররা । ঘঠনাটি ঘটেছে গত ৯ জুলাই দিবাগত রাতে। বীর মুক্তিযোদ্ধা মৃত মেরাব খান (ভারতীয় তালিকা নং- ২৬৯২৭, গেজেট নং-৫২) এর পুত্র ছালামত খান জানান- মুক্তিযোদ্ধা পিতার মৃত্যুর পর ভূমিহীন হিসাবে মাতা ছালেহা বেগমকে সাথে নিয়ে মাতারকাপন এলাকায় সরকারী খাস খতিয়ানভুক্ত জমিতে বসবাস করে আসছেন। গত ৯ জুলাই অসুস্থ মাকে নিয়ে ডাক্তার দেখাতে শহরে আসলে পাশর্^বর্তী ঘরের অংশে বসবাসরত জামাল মিয়া ও তার স্ত্রী মিলে উক্ত জায়গার একাংশে বাঁশের বেড়া দেন। ডাক্তার দেখাতে একটু দেরী হয়ে যাওয়ায় তিনি তার মাকে নিয়ে আন্তীয় বাসায় রাত্রিযাপন করেন। সকালে বাড়ী এসে দেখেন তালাবন্ধ ঘরের দরজা ভেঙ্গে ঘরের মালামাল লুঠপাট ও ভাংচুর শেষে বীর মুক্তিযোদ্ধা নামীয় সাইনবোর্ডে কাঁদা লেপন করে দেওয়া হয়েছে। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনী পদক্ষেপ নিতে উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন মুক্তিযোদ্ধার পরিবার। উল্ল্যেখ- মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ ও সাবেক জেলা কমান্ডার মোঃ জামাল উদ্দিন এর সুপারিশ সহকারে বীর মুক্তিযোদ্ধা মৃত মেরাব খান এর স্ত্রী ছালেহা বেগম ভূমিহীন থাকায় মাতারকাপন এলাকায় বসবাসরত সরকারী খাস খতিয়ানভুক্ত ( মাতারকাপন মৌজার জেএল নং-১০০, আর,এস খতিয়ান নং-১, এসএ দাগ নং-৭৪২) ভূমি বন্দোবস্ত পাওয়ার জন্য মৌলভীবাজার জেলাপ্রশাসক বরাবর আবেদন করেন। আবেদনটি বর্তমানে পক্রিয়াধীন রয়েছে।