সিংড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

“ছেলে হোক,মেয়ে হোক,দুটি সন্তানই যতেষ্ট” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে র‌্যালী, আলোচনা সভা সনদ ও পুরুষ্কার বিতরনের মধ্য দিয়ে নাটোরের সিংড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। উপজেলা পরিবার পরিকল্পনার আয়োজনে দিবসটি উপলক্ষে বৃহষ্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কেন্দ্র হতে একটি র‌্যালী বের হয়ে পৌর শহরের বিভিন্ন মোড় প্রদক্ষিন করে।
র‌্যালী শেষে উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিকের সভাপতিত্বে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন,সিংড়া উপজেলা নির্বাহী অফিসার শুশান্ত কুমার মাহাতো,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আমিনুল ইসলাম,উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুল হাসান কামরান,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাকিয়া হায়দার ,রবীন্দ্র গবেষক প্রফেসর ডঃ আশরাফুল ইসলাম, প্রমুখ।
আলোচনা শেষে পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য কার্যক্রমে উল্লেখযোগ্য অবদানের জন্য মাঠ কর্মীদের মাঝে সনদ ও পুরুষ্কার বিতরন করা হয়।