পাবনার ঈশ্বরদীতে বিএনপি নেতাদের গাড়ি বহরে হামলা, ভাংচুর আহত ১০

পাবনার ঈশ্বরদীতে বিএনপি ও যুবদলের কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলা চালিয়েছে দূর্বৃত্তরা। এ সময় একটি গাড়ির ব্যপক ক্ষয় ক্ষতিসহ ১০ বিএনপি ও যুবদল নেতা-কর্মীরা আহত হয়। গতকাল বুধবার দুপুর আড়াইটার দিকে ঈশ্বরদী শহরের রেলগেট এলাকায় এই ঘটনা ঘটে।

পাবনা জেলা যুবদল সভাপতি মোসাব্বির হোসেন সঞ্জু বলেন, আওয়ামীলীগ সভাপতি ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ট্রেনবহরে হামলার মামলায় সাজা প্রাপ্ত বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের পরিবারের সদস্যদের খোঁজ খবর নিতে পাবনা আসছিলেন কেন্দ্রীয় বিএনপি ও যুবদলের নেতৃবৃন্দ। নেতৃবৃন্দের গাড়ি বহর ঈশ্বরদী পৌরসভার রেলগেট এলাকায় পৌছিলে অতর্কিত ভাবে সরকার দলের একদল দূর্বৃত্তরা আমাদের লাঠিশোঠা, রড, জিআই পাইপ, ইট-পাটকেলসহ ওই গাড়ি বহরে হামলা চালায়। এতে ১০ নেতাকর্মী আহত হলেও তিনি তাৎক্ষণিকভাবে আহতদের নাম বলতে পারেননি। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাহাউদ্দিন ফারুকী বলেন, একটি গাড়ি ভাংচুরের কথা শুনেছি, তবে কে বা কারা কাদের গাড়িতে হামলা করেছে বিস্তারিত কিছুই জানি না এবং আমাকে কেউ এ ধরনের অভিযোগও করেন নাই।