যশোরের সীমান্ত হতে ১ কেজি ১শ’ ৬৯ গ্রাম স্বর্ণ উদ্ধার

যশোরের বেনাপোল সীমান্তে শিকড়ী বটতলা এলাকা থেকে ১ কেজি ১শ’ ৬৯ গ্রাম স্বর্ণসহ ১ জন স্বর্ণ পাচারকারী আটক করেছে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর একটি বিশেষ দল।

আটককৃত স্বর্ণ পাচারকারী শার্শার পুটখালী গ্রামের আতিয়ার রহমানের ছেলে নাজমুল হোসেন (২৫)।

নিজস্ব গোয়েন্দা তৎপরতার ধারাবাহিকতায় ৪৯ বিজিবি’র ইন্টিলিজেন্স দল জানতে পারে যে, অদ্য একজন স্বর্ণ পাচারকারী স্বর্ণের বার পাচারের উদ্দেশ্যে বহন করবে। শিকড়ী বটতলা এলাকায় পূর্ব থেকেই ব্যাটালিয়ন অধিনায়কের নির্দেশনা মোতাবেক মঙ্গলবার দুপুরে নায়েব সুবেদার আব্দুল মালেক এর নেতৃত্বে অভিযান শুরু করে। উক্ত অভিযান চলাকালীন বিজিবি’র বিশেষ দলটি একজন সন্দেহভাজন ব্যক্তিকে মোটর সাইকেলযোগে সীমান্তের দিকে যাওয়ার প্রাক্কালে বেনাপোল পোর্ট থানাধীন শিকড়ী বটতলা এতিম খানার সামনের পাকা রাস্তার উপর হতে আটক করে।

পরে তল্লাশী করে প্যান্টের পকেটে লুকিয়ে রাখা ৩ টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। আটককৃত স্বর্ণের আনুমানিক মূল্য ৫২,৯৩,৬০০/- (বায়ান্ন লক্ষ তিরানব্বই হাজার ছয়শত টাকা) টাকা।

উল্লেখ্য যে, আটককৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, উক্ত স্বর্ণ ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। উদ্ধারকৃত স্বর্ণের বার ও আটককৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।