ক্লাস ও পরীক্ষা বর্জন করে রাজশাহী নার্সিং কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ ও মানববন্ধন করেছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে তারা কলেজ চত্বরে এই কর্মসূচি পালন করেন।এসময়ে শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন। চার বছর মেয়াদি বি.এসসি ইন নার্সিং কোর্সের জন্য বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল কর্তৃক প্রণীত নতুন কারিকুলাম রিভিউ এবং তার আগ পর্যন্ত পুরাতন কারিকুলাম বহাল রাখা, নার্সিং পেশায় স্বতন্ত্র পেশাগত ক্যাডার সার্ভিস বিসিএস (সেবা) চালু করা, ইন্টার্ন ভাতা ছয় হাজার থেকে বাড়িয়ে বিশ হাজার টাকা এবং স্টাইপেন্ড দুই হার্জা থেকে বাড়িয়ে পাঁচ হাজার টাকায় উন্নীত কর এবং সকল নার্সিং কলেজের জন্য ক্লিনিক্যাল প্র্যাকটিস নার্স পদ সৃজনপূর্বক নাসিং কলেজ সমুহ পূর্ণাঙ্গ কলেজে রুপান্তরিত করার এই চার দফা দাবী আদায়ে তারা আন্দোলন করছেন।মানববন্ধনে সভাপতিত্ব করেন রাজশাহী নার্সিং কলেজ স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মেহদী হাসান সুমন। এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন- সংগঠনের সাংগঠনিক সম্পাদক মেহদী হাসান, সাধারণ সম্পাদক জান্নাতুন নাঈম, বাংলাদেশ বেসিক গ্রাজুয়েট স্টুডেন্ট নার্সেস অ্যাসোসিয়েশনের কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক আশিকুল ইসলাম আশিক প্রমুখ। উল্লেখ্য,শিক্ষার্থীরা ৪ দফা ন্যায্য ও যৌক্তিক দাবীতে শনিবার থেকে এই প্রতিবাদ সভা করছেন। এবং আগামী বৃহস্পতিবার পর্যন্ত তাদের এই দাবী অব্যাহত থাকবে। এর মধ্যে দাবী না মানলে আগামীতে আরো কঠোর কর্মসূচী দেওয়া হবে বলে হুসিয়ারী দেন তারা।