আগৈলঝাড়ায় দুই ইউনিয়নের উপ-নির্বাচনে বেসরকারীভাবে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় দুই ইউপি সদস্য নির্বাচিত

বরিশালের আগৈলঝাড়ায় দুই ইউনিয়নের উপ-নির্বাচনে বেসরকারীভাবে বিনাপ্রতিদ্বন্দিতায় দুই ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন।
উপজেলা রিটার্নিং ও নির্বাচন কর্মকতা মো. সাইদুর রহমান জানান, উপজেলার রতœপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য আনোয়ার হোসেন আনুর মৃত্যুতে তার স্ত্রী হাসি আক্তার ও বাকাল ইউনিয়নের ৪নং ওয়ার্ডের প্রয়াত নির্মল ঘটকের মৃত্যুতে একই ওয়ার্ডের পংকজ বৈষ্ণব গত ৩০ জুন উপ-নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেন। তাদের বিপক্ষে কোন প্রতিদ্বন্দ্বি না থাকায় মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন গতকাল মঙ্গলবার তাদের বেসরকারীভাবে নির্বাচিত ঘোষণা করা হয়। আগামী ২৫ জুলাই ওই দুই ওয়ার্ডে উপ-নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। উল্লেখ্য, রতœপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড ইউপি সদস্য আনোয়ার হোসেন আনু অসুস্থ হয়ে মৃত্যুবরণ ও বাকাল ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য নির্মল ঘটক সড়ক দূর্ঘটনায় মারা যাওয়ায় তাদের ইউপি সদস্য পদ শূণ্য ঘোষণা করা হয়।