রাজনগর উপজেলার খাসপ্রেমনগর গ্রামে সৎ মা তার বাবাকে ম্যানেজ করে ৪ ভাইকে দীর্ঘদিন যাবৎ নির্যাতন করে আসছেন বলে অভিযোগ উঠেছে তাদের পিতা ছবরু মিয়ার বিরুদ্ধে। প্রথম স্ত্রী পারভীন বেগম মারা যাওয়ার পর বর্তমানে তাদের পিতা ও সৎ মায়ের ভয়ে চার ভাই আকিকুল ইসলাম, রাশিদুল ইসলাম, আমিনুল ইসলাম ও সামিনুল ইসলাম বিভিন্ন জায়গায় পালিয়ে মানবেতর জীবন-যাপন করছি। অত্যাচার- নির্যাতন ও মিথ্যা মামলা দিয়ে ভিটে-বাড়ী থেকে উচ্ছেদের চেষ্টা করা হচ্ছে। আকিকুল ইসলাম জানান- মা জীবিত থাকাকালীন সময়ে আমাদের সংসার খুব ভালই চলছিল। প্রায় ৯ বছর আগে মা মারা যাওয়ায় আমাদের চার ভাইকে রেখে বাবা রানা বেগমকে বিয়ে করেন। বিয়ের পর থেকে তার সৎ মা তাদের উপর অত্যাচার শুরু করেন।
সৎ মায়ের অত্যাচারে অতিষ্ট হয়ে এক পর্যায়ে আমি আমার রড় ভাইদেরকে রেখে বাড়ী ছেড়ে ঢাকাতে গিয়ে গার্মে›টে কাজ শুরু করি। দীর্ঘদিন পর বাড়ীতে ফিরে আসি এবং বাবাকে সাথে নিয়ে শান্তিপূর্ণভাবে বসবাস করার জন্য উপার্জিত অর্থ দিয়ে একটি পাকাঘর নির্মান করার উদ্যাগ গ্রহণ করি। কিন্তু কিছুদিন যাওয়ার পর আবারো পূর্বের ন্যায় আমাদের উপর অত্যাচার শুরু করেন। সম্পত্তি থেকে আমাদেরকে বঞ্চিত করতে আমাদেরকে একের পর এক মিথ্যা মামলা দায়ের করছেন। ও ভয়ভিতি দিয়ে চলেছেন। ভাইদেরকে নিয়ে বাড়ীতে বসবাস করতে পারছিনা। বাবা এলাকার স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের কারো কথা শুনছেননা। এ ব্যপারে জানতে চাইলে ২নং ওয়ার্ডের ইউপি মেম্বার মোঃ গিয়াস মিয়া বলেন- পিতা-পুত্রের সমস্যা। স্থানীয় মুরব্বিদের নিয়ে আপোষ-মীমাৎসা করার চেষ্টা করা হচ্ছে।