পাবনা- ৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স বলেছেন, সৎ ও নির্ভিক সাংবাদিকই পারেন সমাজ বদলে দিতে। সমাজের যত সব ভালভাল কাজ হয়েছে তা লিখনির মাধ্যমে। পাবনার উন্নয়নে পাবনার সাংবাদিকদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। বর্তমান সরকারের আমলে পাবনায় অনেক উন্নয়ন হয়েছে। ভবিষ্যতে আরও হবে। গতকাল সকাল সাড়ে ১২ টায় জেলা পরিষদ রশিদ হলে অনুষ্ঠিত দৈনিক সিনসা এর ১৩ বছর পূর্তি অনুষ্ঠানের কেক কাটা এবং পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা গুলো বলেন। পাবনা কলেজের অধ্যক্ষ ( অব:) আলহাজ্ব মাহাতাব উদ্দিন বিশ্বাসের সভাপতিত্বে এবং দৈনিক সিনসা সম্পাদক এস এম মাহবুব আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত বর্ষপূর্তি অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা পরিষদ পাবনার চেয়ারম্যান রেজাউল রহিম লাল, পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম বিপিএম,পিপিএম জেলা পরিষদ পাবনার প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আতিয়ুর রহমান, পাবনা প্রেসক্লাবের সভাপতি প্রফেসর শিবজিৎ নাগ,পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান এবং রানা গ্র“পের চেয়ারম্যার রুহুল আমিন বিশ্বাস রানা, জেলা শিক্ষা অফিসার মো. মোসলেম উদ্দিন এবং বাপাউবো পাবনার সহকারী পরিচালক মোশারফ হোসেন।
এর আগে সামছুল হুদা ডিগ্রী কলেজের অধ্যক্ষ এনামূল হক চৌধুরী টগরের সভাপতিত্বে অনুষ্ঠিত কবিতা পাঠ এবং সূধিজনের শুভেচ্ছা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল বলেন, পাবনা থেকে ঢাকা সরাসরি ট্রেন চালুর জন্য আমরা মাননীয় প্রধান মন্ত্রীর কাছে জোর দাবী জানাই।
অনুষ্ঠানে কবিতা পাঠ, শুভেচ্ছা বক্তব্য, ৪ জনকে সিনসা সম্মানা ক্রেস্ট , পুরস্কার প্রদান এবং কেক কাটা হয়। বিশিষ্ট কলাম লেখক হাবিবুর হমান স্বপন , দৈনিক সিনসায় সর্বাধিক সংবাদ প্রেরক হিসেবে সুজানগর প্রতিনিধি এম এ আলিম রিপন, সর্বাধিক সংবাদ প্রেরক সংস্থা হিসেবে বার্তা সংস্থা পিপ এর প্রধান সম্পাদক এবিএম ফজলুর রহমান, নারী সাংবাদিক বেড়া প্রতিনিধি রেজিনা খানম কে সিনসা সম্মাননা স্বারক দেয়া হয়।
অনুষ্ঠানে শুভেচ্চা বক্তব্য দেন পাবনা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আখতারুজ্জামান আখতার, রিপোর্টাস ইউনিটি পাবনার সভাপতি হাবিবুর রহমান স্বপন, ক্যাব পাবনা সভাপতি এবিএম ফজলুর রহমান, সিটি কলেজ পাবনার অধ্যক্ষ সুজন মাহমুদ , শহীদ সাধন সঙ্গীত মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মনিরা পারভিন, পদ্মাকলেজ অধ্যক্ষ মো. সাহাবউদ্দীন, ইমাম গাযযালী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ সুরাইয়া সুলতানা, পাইওনিয়ার ইন্টার ন্যাশনাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জেবুন্নেসা ববিন, জান্নাত বিবি জুবলি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন, সেলিম নাজির উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসিনা আক্তার রোজী, শহীদ আহম্মেদ রফিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলেনা খাতুন,হামচিয়াপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসমা আক্তার, বিশিস্ট শিক্ষাবিদ এ কে মির্জা শহিদুল ইসলাম, সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল করিম, আঞ্জুমান মুফিদুল ইসলাম পাবনা শাখার চেয়ারম্যান আলহাজ্ব মোশারফ হোসেন, বিশিস্ট সমাজ সেবক আব্দুল্লাহ আল মাহমুদ মান্নান মাস্টার, রাকাব এসপিও ( অবঃ) আব্দুল মতিন মিয়া, জেলা কৃষক লীগের সহ-সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমান, এডওয়ার্ড কলেজের সহকারী অধ্যাপক এস এম ফরিদ, পাবনা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ইন্সস্টাক্টর আলী আকবর রাজু, এডভোকেট,মো. আব্দুর রউফ নিস্তার, ওয়াইডাব্লিউসিএ সেক্রেটারী হেনা গোস্বামী, ওসাকার উপ-পরিচালক মাজাহারুল ইসলাম, আসিয়াব সমন্বয়কারী আব্দুস সামাদ, সুজানগর প্রতিনিধি এম এ আলিম রিপন, আতাইকুলা প্রতিনিধি আব্দুল মজিদ মোল্লা, নাটোর প্রতিনিধি আব্দুল বারী, বেড়া প্রতিনিধি রেজিনা খানম, মানবাধিকার কর্মী মোসলেম উদ্দিন, লারনার্স অর্গানাইজেশনের সেক্রেটারী জাহানারা বেগম বিজলী, সাংবাদিক করুনা নাসরিন, সাপ্তাহিক সত্যের স্বাক্ষ্য সম্পাদক আবু সাঈদ মোহন, পাবনা মেন্ট্রাল ক্লিনিক ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান শরীফ,
কবিতা পাঠ করেন দৈনিক সিনসা নির্বাহী সম্পাদক কবি আলহাজ্ব আমিনুর রহমান, কবি আলতাব হোসেন, কবি ইদ্রিস আলী, কবি কামরুন্নাহার শিল্পী, কবি ও গীতিকার উত্তম কুমার দাস,
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামিয়া ডিগ্রী কলেজের প্রভাষক মোহাম্মদ আলী, বার্তা সংস্থা আইএনএস সম্পাদক হাসান আলী, বার্তা সংস্থা ইউএনএস বার্তা সম্পাদক এস পারভেজ, মাইটিভি জেলা প্রতিনিধি মুজিবুল হক লাজুক, কবি জামাল রাজা, দৈনিক সিনসা সম্পাদকের সহধর্মীনী ইসরাত জেরিন খান, ছেলে এস এম শাহরিয়ার আলম, দৈনিক সিনসা বার্তা সম্পাদক সৈয়দ ছাইফুল ইসলাম, প্রধান প্রতিবেদক আব্দুল কাদের মাস্টার, সাংবাদিক রবিউল ইসলাম রবি, তানভির ইসলাম অয়ন, রনি ইমরান, ইয়াং জার্নালিস্টের সভাপতি তারেক, সাংবাদিক ইসহাক আলী, সাংবাদিক জহুরুল ইসলাম, সাংবাদিক সাঈদ উল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে চিত্রাংকন প্রতিযোগিতার মাধ্যমে ক, খ ও গ শাখার ৩ জন করে মোট ৯ জনকে সিনসা সম্মাননা স্মারক প্রদান করা হয়। চিত্রাংকন প্রতিযোতিার মর্ডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন সাহিত্য ও বির্তক ক্লাবের সভাপতি ড. মনছুর আলম । তাকে সহযোগিতা করেন আমাদের কণ্ঠ জেলা প্রতিনিধি শফিক আল কামাল ।