মৌলভীবাজারে দূর্বত্রদের সন্ত্রাসী হামলায় সাংবাদিক আহত

মৌলভীবাজারে দূর্বত্রদের সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন সাংবাদিক মুকিত ইমরাজ (২৮)। আজ ৫ জুলাই দিবাগত রাত দেড়টার দিকে অফিস থেকে বাড়ী ফেরার পথে কুসুমবাগ এলাকার এক্য্রিম ব্যাংক লিঃ এর সামনে ৮-১০ জন সশস্ত্র সন্ত্রাসী এ হামলা চালায়। তিনি দৈনিক মৌমাছিকন্ঠ ও জাতীয় দৈনিক খবরের আলো পত্রিকার জেলা প্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন করে আসছেন। এ রির্পোট লেখা পর্যন্ত গুরুতর আহত সাংবাদিক মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সাংবাদিক মুকিত ইমরাজ জানান- গত ১১ মে সন্ধায় শহরের হিলালপুর এলাকায় মৃত ঃ সৈয়দ উল্যার পুত্র রুবেল আহমদ (২০) নামের এক যুবক নিহত হন। এ ঘঠনায় বড়কাপন এলাকার ৯নং ওয়ার্ডের পৌর কমিশনার মাসুদ মিয়া (৫৫), বাবুল মিয়া (২৫), তুহিন মিয়া (৪০), রুমান মিয়া (২৬), আশরাফ (১৯), সাহেল (২২), আলীম (২৮), রাজন (২৮), রুমান (২৭), সাবুল (২৪), রুশেদ (২৫), উসমান (২২), বাপ্পি (২২), আনোয়ার (২৩), আব্দুল¬াহ খান মাসুম (১৮), বিল¬াল আহমদ (১৯), উমর মিয়া (২৩), আনোয়ার হোসেন চৌধুরী (২৮), বধরুল মিয়া (২২), আবুল কালামসহ অজ্ঞাতনামা ৫/৬জনকে আসামী করে মৌলভীবাজার মডেল থানায় ( নং- ১৫,তারিখ ঃ ১২/০৫/২০১৯ইং) মামলা দায়ের করেন নিহত রুবেলের মা ফাতেমা বেগম। ঘঠনার প্রত্যক্ষদর্র্শীদের বক্তব্য সরাসরি ফেইসবুকে প্রকাশ করা হলে প্রভাবশালী পৌর কাউন্সিলর আমার উপর ক্ষিপ্ত হন। এ ঘটনায় তিনি বেশ কয়েকদিন জেল হাজতে ছিলেন। গতকাল আদালত থেকে জামিন প্রাপ্ত হন। মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন ঘঠনার সত্যতা স্বীকার করে বলেন- মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিঃসাধীন সাংবাদিক মুকিত ইমরাজকে দেখে আসলাম। বিষয়টি দুঃখজনক। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।