আদিতমারী উপজেলায় একযোগে আড়াই কোটি টাকার উন্নয়নের কাজ যথাযথ সম্পন্ন

বর্তমান সরকারের আমলে ২০১৮-১৯ অর্থ বছরে লালমনিরহাটের আদিতমারী উপজেলায় গ্রামীন অবকাঠামো উন্নয়নের একযোগে ২ কোটি ১৬ লাখ ৬১ হাজার ২৫৩ টাকার উন্নয়নের কাজ যথাযথ ভাবে সম্পন্ন হয়েছে। এর মধ্যে আদিতমারী উপজেলায় টিআর ২৮টি, সোলার ৩৬টি, কাবিখা ১৯টি প্রকল্প। কাজের প্রায় ৯২ ভাগ কাজ সম্পন্ন করতে পেরেছে প্রকল্প বাস্তবায়ন সংশ্লিষ্ঠরা। এসব প্রকল্পের সভাপতিদের সাথে কথা বলে জানাযায়, দ্রুতগতিতে প্রকল্পের কাজ সমাপ্ত করার তাগিদ দিয়েছেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মফিজুল ইসলাম। এছাড়া প্রকল্পের কাজ শতভাগ সম্পন্ন করতে সরেজমিনে দিনভর লালমনিরহাট ত্রাণ শাখান কর্মকর্তাকে নিয়ে কাজ পরিদর্শন করেন তিনি। এছাড়া আদিতমারী উপজেলার দায়িত্বে থাকা কর্মচারীদের নিয়ে ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মফিজুল ইসলাম এবারে সরেজমিনে পরিদর্শন করায় কাজের মান উন্নত হয়েছে জানান স্থানীয়রা। এব্যাপারে তিনি বলেন, চেয়ারম্যানদের নিকট থেকে শতভাগ কাজ করতে তাদের নির্দেশ প্রদান করা হয়েছে। যে সব কাবিখা প্রকল্পের রাস্তাঘাট খানাখন্দর সেগুলো পুনরায় মাটি দিয়ে ভরাট করে রাস্তা নেবেল করা হয়েছে। রাস্তার কাজ শতভাগ সমাপ্ত না হলে সম্পুর্ন বিল প্রদান করা হতো না জানান তিনি। এছাড়া সোলার প্যানেল স্থাপনেও নিয়মতান্ত্রিক ভাবে করা হচ্ছে জানান প্রকল্প বাস্তবায় অফিস।