এরশাদের ডায়ালাইসিস করা হয়েছে, ‘বি’ পজিটিভ রক্তের প্রয়োজন

জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলের নেতা হুসেইন মুহম্মদ এরশাদের ডায়ালাইসিস করা হয়েছে। তার জন্য ‘বি’ পজিটিভ রক্তের প্রয়োজন। শুক্রবার সকালে এরশাদের একান্ত সচিব মেজর (অব.) খালেদ আখতার একথা জানান।

তিনি গণমাধ্যমকে বলেন, ভোরে সাবেক এই রাষ্ট্রপতির ডায়ালাইসিস করা হয়। তার জন্য ‘বি’ পজিটিভ রক্তের প্রয়োজন।

এরশাদকে রক্ত দিতে ইচ্ছুক জাতীয় পার্টির নেতাকর্মীদের দ্রুত রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) যাওয়ার আহ্বান জানিয়েছেন মেজর (অব.) খালেদ আখতার।

এদিকে লাইফ সাপোর্টে থাকা হুসেইন মুহম্মদ এরশাদের রোগমুক্তি কামনায় আজ শুক্রবার সারাদেশে মসজিদ মন্দিরে তার রোগমুক্তির জন্য দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হবে।

এর আগে বৃহস্পতিবার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের জানান, এরশাদের শারীরিক অবস্থা অপরিবর্তিত। এটি আমাদের কাছে শুভ লক্ষণ মনে হচ্ছে না। কিডনি যেভাবে কাজ করা কথা ছিল সেভাবে কাজ করছে না। তাকে বিদেশে নেয়ার অবস্থাও নেই। তিনি আরও জানান, লাইফ সাপোর্টে কৃত্রিম শ্বাস-প্রশ্বাসের পাশাপাশি এরশাদকে ঘুমের ও ব্যথানাশক ওষুধ দেয়া হচ্ছে। তার শ্বাসকষ্ট হচ্ছে।

এরশাদকে গত ২২ জুন সকালে গুরুতর অসুস্থ অবস্থায় সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করার পর ফুসফুস ও কিডনিতে সংক্রমণের বিষয়টি ধরা পড়ে।