সভাপতি মশিউর; সম্পাদক নূর মোহাম্মদ
এস.এম.রকি, খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ ২০২৫-২৬ সেশনের জন্য দিনাজপুরের খানসামা উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কমিটি গঠিত হয়েছে। এতে মো: মশিউর রহমান (মুজাহিদ) কে সভাপতি ও নূর মোহাম্মদ কে সেক্রেটারী করে ১৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
শুক্রবার (২৭ ডিসেম্বর) ৪ ঘটিকার দিকে উপজেলা জামায়াতে ইসলামীর অফিসে (পাকেরহাট) মিলনায়তনে এই কমিটি ঘোষণা করেন খানসামা উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ও সাবেক উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল্লাহ আল কাফি।
নতুন কমিটিতে সহ-সভাপতি হিসেবে আনিছুর রহমান ও আঃ রহমান সহকারী সেক্রেটারি জসিম উদ্দিন ও আশিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান ও সহকারী সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম, অফিস ও দফতর সম্পাদক ফরহাদ হোসেন,
বায়তুলমাল সম্পাদক অ্যাডভোকেট ইসমাইল হোসেন ও সহকারী বায়তুলমাল সম্পাদক আরিফুল ইসলাম, তারবিয়াত সম্পাদক দেলোয়ার হোসেন ও প্রচার সম্পাদক হয়েছেন মো: আজিজুল হক।
এ সময় উপস্থিত ছিলেন খানসামা উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মাওলানা মজিবর রহমান, সেক্রেটারি শরিফুল ইসলাম, জামায়াতে ইসলামীর রোকন ও উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক সভাপতি মহিতুল আকন্দ, সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, বায়তুলমাল সম্পাদক মাসুদ রানা, অফিস সম্পাদক জাহিরুল ইসলাম ও প্রচার সম্পাদক আব্দুস সালাম।