পত্নীতলার নির্মইলে স্থানীয় দুর্বৃত্ত ও কিছু দুষ্কৃত ব্যক্তির বিরুদ্ধে  মানববন্ধন অনুষ্ঠিত

হাফিজুল হক,সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ  নওগাঁর পত্নীতলা উপজেলার বড়বিদিরপুর গ্রামের নাজমুল হক কে নাথুরহাট বাজার থেকে তুলে নিয়ে গিয়ে নির্যাতন করার প্রতিবাদে  উপজেলার নির্মইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা আতাউর রহমান ও  তার সঙ্গী সাথী বর্তমান মেম্বার রাজু, গোলাপ, রিজা সহ স্থানীয় দুর্বৃত্ত ও কিছু দুষ্কৃত ব্যক্তির বিরুদ্ধে  মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
১২ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেল ৪ টার সময় নাথুর হাট বাজার ইউনিয়ন পরিষদের সামনে অনুষ্ঠিত প্রতিবাদ ও মানব বন্ধনে ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ সহ এলাকাবাসী অংশগ্রহণ করেছে।
ইউনিয়ন বিএনপি’র সভাপতি হারুনুর রশিদ,ভুক্তভোগী পরিবার ও স্থানীয় নেতৃবৃন্দরা বক্তব্যে উল্লেখ করেন ১০ ডিসেম্বর নাজমুল হক নাথুর হাট বাজারে একটি চা স্টলে বসে চা খাচ্ছিল এমন সময় দুর্বৃত্তরা এসে তাকে জোরপূর্বক ধরে নিয়ে বিএনপি কার্যালয়ে বেধড়ক মারপিট করেছে। আরো উল্লেখ করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অমান্য করে এই দুর্বৃত্তরা ইউনিয়নের বিভিন্ন পুকুর ও জমিজমা দখল সহ বিভিন্ন সন্ত্রাসী কাজে লিপ্ত আছে। এ সময় বক্তারা আতাউর চেয়ারম্যান কে বয়কট সহ বিএনপি হতে পদত্যাগের দাবি জানিয়েছে। এ সময় ভুক্তভোগী নাজমুল হকের মা কান্নায় ভেঙে পড়ে এবং দেশবাসীর কাছে দাবি জানান আমার ছেলের মত দেশে যেন কেউ নির্যাতিত না হয় সঠিক বিচার সুশাসন প্রতিষ্ঠার কথা বলেন তিনি।
preload imagepreload image