এনামুল হক টগর
ক্লান্ত রাত জাগা প্রেম আমার রেশমি রুমালের গভীরে বেদনা উদাস।
ভালোবাসার টান টান নিরবতায় মৃত পোকার অনুভূতি উপলব্ধি করে উল্লাস।
কতো যে রাত জেগে থাকি দুঃখ কষ্টে ঢাকা জীবন তবু তোমার প্রেম মধুময়।
তোমার ফুটন্ত চেহারার গভীরে নিরিবিলি হাসি সংসার আলিঙ্গন করে বিস্ময়।
রেশমি রুমালে বুকে মৃত্যু আর মৃত্যুর ব্যথায় লক্ষ প্রাণের বিসর্জন বিনিময়!
প্রেম দেহের বাইরে ভেতরে পরিবর্তন আনে যন্ত্রণার গভীরে সংঘবদ্ধ জীবন।
গাছের ডালে পাখিদের কিচিরমিচির গান জমিনে শিশির ঝরে ফসলের যৌবন।
জনাকীর্ণ বাজারের দোকানে আমি মদ পান করি ভাঙা হৃদয়ে তোমার গৌরব।
সত্যের পথে হেঁটে যেতে অনেক ত্যাগের প্রয়োজন জ্ঞান সভ্যতাকে করে সজিব।
বহুদূর দিগন্তের নিচে সবুজ মাঠ একবিন্দু ভালোবাসা বুকে নিয়ে তোমার প্রতিক্ষায়।
অজস্র হলুদ গোলাপ ফুটে আছে বাগানে মহাবিশ্বের সমান প্রেম হৃদয়ে অক্ষয়।
অন্তহীন কষ্টের মাঝে তোমাকে না পাওয়ার ব্যথায় ভালোবাসার বিদীর্ণ যন্ত্রণা।
শরীর স্পন্দন করে বয়ে যায় ভোরের মৃদু বাতাস শব্দের সন্ধান করে কর্ণ।
গভীর রাত গাধার ডাক কুকুরের ঘেউঘেউ চিৎকার সকালে ফেরিওয়ালার হাঁকডাক।
নগরে আমি একা হেঁটে যাই প্রিয়তম জেগে ওঠো নতুন সংস্কার যুদ্ধ দিকেদিকে।
০৭/০১/২০২৬
