পাবনা প্রতিনিধি : ভারতের আগরতলা বাংলাদেশের সহকারি হাইকমিশনে উগ্রবাদী হিন্দুদের হামলার প্রতিবাদে পাবনায় বিক্ষোভ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় সরকারী এডওয়ার্ড কলেজের প্রধান ফটকের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বেড় হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে শহরের লতিফ টাওয়ারের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে। সমাবেশে বক্তারা বলেন, ভারতের
উগ্রবাদিরা বাংলাদেশে অস্থিরতা তৈরির জন্য আগরতলায় বাংলাদেশের সহকারি হাইকমিশনে হামলা চালায়। ভারত এর মাধ্যমে স্পষ্ট করলো বাংলাদেশ নিয়ে গভীর ষড়যন্ত্র করছে। সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে তারা হামলা চালিয়েছে। স্বৈরাচার হাসিনা
দেশ থেকে পালিয়ে গিয়ে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করছে। আমরা সকল ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেব। শিক্ষার্থী জনতার রক্তের বিনিময়ে পাওয়া নতুন বাংলাদেশে ভারতীয় উগ্রবাদীদের আস্ফালন মেনে নেওয়া হবে না।