আফজাল হোসাইন মিয়াজী
আমি জেগে থাকি রাতজাগা পাখি হয়ে
ঘুমের ঘোরে আৎকে উঠি রক্তাক্ত নিথর
ক্ষত বিক্ষত লাশ দেখে,
আমি ঘুমোতে পারি না!
আমি গোঙানির নিনাদে এপাশ ওপাশ করছি-
তন্দ্রা হারা আঁখিতে এক ভয়ার্ত আভা
খুবলে খাচ্ছে যেন রাক্ষসের থাবা।
রক্তাক্ত খণ্ডদেহ ঘুমোতে দেয় না আমায়
যেনো রক্তাক্ত প্রাচীরপত্র বাংলাদেশের হৃৎপিণ্ডে,
কী বিভৎস রুপ মানুষরুপী হায়েনাদের আনাগোনা
আমরা সবাই যেন দাঁড়িয়ে আছি রহস্যের মৃত্যুমঞ্চে।