নাটোরে অস্ত্র ঠেকিয়ে ফিল্মি স্টাইলে ৬ পরিবারে ডাকাতি

নাটোর প্রতিনিধি

নাটোর শহরে গলায় অস্ত্র ঠেকিয় দুটি বাড়ির ৬টি পরিবারে ডাকাতি ও লুটের ঘটনা ঘটেছে। এসময় নগদ ৩ লাখ টাকা ও ৬ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় ডাকাত দল।মঙ্গলবার(১২ নভেম্বর) ভোর ৪টায় শহরের মীরপাড়া ও পালপাড়ার সনাতন ধর্মালম্বীদের পাড়ায় এ ঘটনা ঘটে।

ঘটনার পর সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ডাকাতদলকে ধরতে বিভিন্নস্থানে অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছে, আইন শৃংখলা বাহিনী।

ভুক্তভোগী উত্তম কুমার এবং দিপ কুন্ডুর পরিবারের সদস্যরা জানান, সনাতন ধর্মের রীতি অনুযায়ী তাদের ধর্মমাস চলায় ভোররাতে উত্তম কুমার বাড়ি সংলগ্ন গাছ থেকে পুজার জন্য ফুল তুলতে বের হন। এসময় ফুল নিয়ে ঘরে ঢোকার সময় ৫/৬ জন দুর্বৃত্ত তার গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে বাড়িতে ঢুকে পড়েন। এসময় তার ঘরে ঢুকে আলমারি ভেঙে নগদ ১১’শ টাকা নিয়ে তাঁর দাদার ঘরের দরজা ভেঙ্গে বৌদি ও ভাইপোর গলায় ছুরি ধরে ১০ হাজার টাকা ও ২ ভরি স্বর্নালংকার নেন।

এছাড়া একই সময় শহরের পালপাড়া এলাকায় দিপ কুন্ডুর বাড়িতে ঢুকে দুর্বৃত্তরা তাঁর চার ভাইকে অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ৪ ভরি স্বর্নালংকার ও নগদ ৩ লাখ টাকা লুট করেন।

পরিবারের সদস্যরা জানান, গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে সবকিছু লুট করায় তারা চিৎকার করার সুযোগ পাননি।

এ বিষয়ে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মাহাবুর রহমান জানান, খবর পেয়ে ভোরেই ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করে। সেখানকার সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হয়েছে। অপরাধীদের ধরতে ইতোমধ্যে অভিযান শুরু করেছে পুলিশ