হাসিনুর রহমান উজ্জ্বল, চাটমোহর, পাবনা
পাবনার চাটমোহরের নিমাইচড়া ইউনিয়নে অবস্থিত মির্জাপুর ডিগ্রী কলেজের নতুন পরিচালনা কমিটির পরিচিতি ও প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) কলেজের শিক্ষক মিলনায়তনে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
অতি সম্প্রতি নিমাইচড়ার কৃতি সন্তান ও চাটমোহর টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট ইন্সটিটিউটের অধ্যক্ষ মোঃ আব্দুর রহিম কলেজটির আহবায়ক কমিটির সভাপতি নিযুক্ত হন। নতুন কমিটিতে রয়েছেন কলেজটির প্রতিষ্ঠাতা সদস্য জামাল উদ্দিন, সদস্য আবু মাসুম, শিক্ষক প্রতিনিধি শাহাদত হোসেন ও সদস্য সচিব কলেজটির অধ্যক্ষ আব্দুল হাই সিদ্দিকী।
শিক্ষক প্রতিনিধি শাহাদত হোসেনের সঞ্চালনায় পরিচিতি সভায় সভাপতি আব্দুর রহিম, অধ্যক্ষ আব্দুল হাই সিদ্দিকী, নিমাইচড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল হোসেন, সাবেক সদস্য সচিব হেলাল উদ্দিন, সাবেক আহবায়ক লুৎফর রহমান, রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের সহকারি অধ্যাপক ইয়ার মাহমুদ প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় কলেজের শিক্ষক শিক্ষিকা স্থানীয় বিএনপি ও তার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। নবনিযুক্ত সভাপতি সুষ্ঠভাবে কলেজ পরিচালনায় সকলের সহযোগিতা কামনা করেন।
পরিচিতি সভা শেষে অধ্যক্ষের কার্যালয়ে নতুন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়।