পাবনা প্রতিনিধি :“ ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার” এই প্রতিপাদ্যে পাবনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৪ উদযাপিত হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় পাবনা জেলা প্রশাসন কার্যালয় থেকে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসক মো. মফিজুল ইসলাম এর নেতৃত্বে র্যালী বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসনের কার্যালয় গিয়ে শেষ হয়। এরপর জেলা প্রশাসন সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসনের আয়োজনে এসব কর্মসুচীতে অংশ গ্রহন করেন অতিরিক্ত জেলা প্রশাসক শরীফ আহমেদ, সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আবুল মনসুর আহমেদ, বিআরটিএর এডি মো. আবক্দুল হালিম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা সুলতানা, সহকারী কমিশনার মনিরুল ইসলাম, মো. ওয়ালিউর রহমান রুবেল প্রমূখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, নিরাপদ সড়ক সবার কাম্য। সড়ককে নিরাপদ রাখতে হলে মোটরযান চালক, মালিক, যাত্রী, পথচারীসহ সবাইকে সচেতন থাকতে হবে, আইন মেনে চলতে হবে। নিরাপদ সড়কের জন্য জনসচেতনত্ বাড়াতে হবে।