আদমদীঘিতে অপহৃত মাদরাসা ছাত্রী আট দিন পর উদ্ধার, গ্রেফতার ১

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার আদমদীঘি থেকে অপহৃত এক মাদরাসা ছাত্রী (১৬) কে আট দিন পর কক্সবাজার এলাকা থেকে উদ্ধার ও মুল অপহরণকারি শফিউল ইসলাম মাসুদ (২১) কে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার (১৬ অক্টোবর) সকালে কক্সবাজার এলাকা থেকে ছাত্রীকে উদ্ধারসহ অপহরনকারিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত শফিউল ইসলাম মাসুদ আদমদীঘি উপজেলার কুন্দগ্রাম ইউপির বশিকোড়া আকন্দপাড়ার মোজাফ্ফর আলী মন্ডলের ছেলে।
মামলা সুত্রে জানাযায়, অদমদীঘি উপজেলার বশিকোড়া আকন্দপাড়া ওই ছাত্রী মাদরাসায় আলিম ক্লাশে পড়াশুনা করতো। তাকে একই গ্রামের শফিউল ইসলাম বিদ্যালয়ে আসা যাওয়ার পথে উত্ত্যক্ত ও প্রেম প্রস্তাব দেয়। এই প্রস্তাব প্রত্যাখ্যান করায় শফিউল ইসলাম ক্ষিপ্ত হয়ে গত ৭ অক্টোবর দুপুরে ছাত্রী মাদরাসা থেকে বাড়িতে ফেরার পথে শফিউল ইসলাম ছাত্রীকে জোড়পুর্বক একটি সিএনজিতে উঠিয়ে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় ছাত্রীর মা বাদি হয়ে আদমদীঘি থানায় অপহরণ মামলা দায়ের করলে আদমদীঘি থানা পুলিশ প্রযুক্তি ব্যবহার করে গত বুধবার কক্সবাজার এলাকা থেকে ভিকটিম উদ্ধারসহ মুল অপহরণকারি শফিউল ইসলাম মাসুদকে গ্রেপ্তার করেন। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল বৃহস্পতিবার ভিকটিমকে ডাক্তারী পরীক্ষার জন্য ও গ্রেপ্তারকৃতকে আদালতে প্রেরন করা হয়েছে।