সাময়িক বরখাস্ত ম্যাজিষ্ট্রেট উর্মির বিরুদ্ধ লালমনিরহাটে মামলার আবেদন

লালমনিরহাট প্রতিনিধি।
লালমনিরহাট জেলা প্রশাসক কার্যালয়ের সাময়িক বরখাস্ত ম্যাজিষ্ট্রেট তাপসী তাবাসসুম উর্মির বিরুদ্ধে লালমনিরহাট সদর থানায় মামলার আবেদন দাখিল করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি তাহ হিয়াতুল মৃদুল। বুধবার ৯ অক্টোবর ২০২৪ ইং তারিখে লালমনিরহাট সদর থানায় বিকালে আবেদন দাখিল করা হয়। গত ১৬ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালযের ছাত্র আুবু সাঈদ পুলিশের গুলিতে নিহত হন। নিহত আবু সাঈদকে সন্ত্রাসী বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে পোষ্ট করেন উর্মি। এঘটনায় তাকে গ্রেফতারের দাবি নিয়ে মানব বন্ধন করেন বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্ররা। এর আগে বর্তমান অন্তরবর্তি সরকারে প্রধান উপদেষ্টার বিরুদ্ধে বিভিন্ন মন্তব্য উল্লেখ করে ফেসবুকে পোষ্ট করেন লালমনিরহাট জেলা প্রশাসক কার্যালযের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার তাপসী তাবাসসুম উর্মি।এঘটনায় তাকে ওএসডি করে ঢাকায় নেয় কর্তপক্ষ। পরে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। বর্তমানে তিনি সাময়িক বরখাস্ত রয়েছেন।
এব্যাপারে লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের বলেন, তার বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছেন বৈষম্যবিরোধি ছাত্র আন্দোলনের প্রতিনিধি। বিষয়টি উদ্ধতন কর্তপক্ষের সাথে কথা বলে ব্যবস্থা নেয়া হবে।