পাবনায় ইলিশ সম্পদ উন্নয়নে সভা অনুষ্ঠিত

পাবনা প্রতিনিধি : পাবনায় ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত জেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল সাড়ে ১০টায় পাবনা জেলা প্রশাসন কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক মোহম্মদ মফিজুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা মৎস কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ,অতিরিক্ত জেলা প্রশাসক শরীফ আহমেদ, পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, জেলা তথ্য কর্মকর্তা মো. সামিউল আলম. সহকারী কমিশনার মো. ওয়ালিউর রহমান রুবেল প্রমূখ।
সভায় বক্তারা বলেন, পাবনা জেলার সাথে পদ্মা এবং যমুনা নদী সম্পৃক্ত। এই দুই নদীতে ইলিশ মাছ ধরা পরে। সরকার ঘোষিত ইলিশ মাছ ধরা থেকে বিরত থাকার সময় মানুষ মাছ ধরে ফলে ইলিশ সংরক্ষণ ব্যাহত হয় এজন্য প্রশাসন কে সর্তক থাকতে হবে। ইরিশ সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে হবে।