মৌলভীবাজারে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপার-এর মতবিনিময়

মশাহিদ আহমদ, মৌলভীবাজার : মৌলভীবাজারে শারদীয় দুর্গাপূজা-২০২৪ উদযাপন উপলক্ষে জেলার পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপার এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে আজ ২৫ সেপ্টেম্বর সকাল ১১ ঘটিকায়। আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপন নিশ্চিতকরণে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মৌলভীবাজার পুলশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন পিপিএম-সেবা-এর সভাপতিত্বে ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) সুদর্শন কুমার রায়ের সঞ্চালনায় উক্ত মতবিনিময় সভায় নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন। সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপনকে নির্বিঘœ ও নিরাপদ করার লক্ষ্যে বিরোধপূর্ণ পূজাম-পগুলোতে আলোচনার মাধ্যমে বিরোধ মীমাংসা করাসহ প্রতিমা তৈরির সময় স্বেচ্ছাসেবক নিয়োগ করে পূজাম-পসমূহের নিরাপত্তা নিশ্চিত করে একই পাড়ায় পৃথক পৃথক পূজাম-পের আয়োজন না করে সম্মিলিতভাবে একক ম-পে পূজা উদযাপন করার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। পূজাম-পের নিরাপত্তার স্বার্থে সিসি ক্যামেরা স্থাপন করে পর্যবেক্ষণ করে স্থানীয় সাম্প্রদায়িক সম্প্রীতি কমিটির সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে নির্বিঘেœ পূজা উদযাপনের জন্য জেলা পুলিশের পক্ষ থেকে আহবান জানানো হয়। সভায় উপস্থিত ছিলেন- মৌলভীবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আজমল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) দীপংকর ঘোষ, সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) আনিসুর রহমান, মৌলভীবাজার জেলার সকল থানার অফিসার ইনচার্জবৃন্দ, মৌলভীবাজার পূজা উদযাপন পরিষদের সভাপতি, সেক্রেটারিসহ সকল উপজেলা ও গুরুত্বপূর্ণ পূজা ম-প কমিটির নেতৃবৃন্দ।