মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে সাঁথিয়ায় শিক্ষকদের মানবন্ধন স্মারক প্রদান

সাঁথিয়া(পাবনা)প্রতিনিধি:
 দেশের মাধ্যমিক স্তরের সকল এমপিওভুক্ত উচ্চ বিদ্যালয়,কলেজ ও মাদরাসা জাতীয়করণের দাবিতে আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১ টায় সাঁথিয়া উপজেলা পরিষদ চত্বরে শিক্ষকরা মানববন্ধন করেন। উপজেলা নির্বাহী অফিসারকে স্মারক লিপি প্রদান করেন।
মাধ্যমিক শিক্ষা পরিবারের ব্যানারে মানববন্ধনে সোনাতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ গোলাম মওলার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল কাদের বিশ্বাস, একাডেমিক সুপারভাইজার আব্দুর রাজ্জাক, বিটিএ’র কেন্দ্রীয় সহ-সভাপতি ইকবাল হোসেন, বাশিস’র সহ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাঁথিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিবর রহমান, দৌলতপুর ইমাম হোসেন একাডেমির প্রধান শিক্ষক মোস্তফা কামাল মানিক,নাড়িয়াগদাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নান, আফতাবনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফু ল ইসলাম, নন্দনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাহারুল ইসলাম, আফতাবনগর দাখিল মাদরাসার সুপার আ: মতিন প্রমুখ। শিক্ষকরা বলেন,বেসরকারি মাধ্যমিক শিক্ষক-কর্মচারীরা চরম বৈষম্যের শিকার। বিগত সরকারের সময় কয়েকবার আন্দোলন করার পরও তাদের জাতীয়করণের দাবি পূরণ করা হয়নি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টা তাদের ন্যায্য দাবি পূরণ করবেন বলে তারা দৃঢ় আশাবাদী। পরে শিক্ষকনেতারা উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারকলিপি দেন।