আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার আদমদীঘিতে এক ছ মিলে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আদমদীঘি ও নওগাঁর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রন করলেও এই অগ্নিকান্ডে অফিস. মিল ঘর বৈদ্যুতিক মটর, ছ মিল মেশিন. কাঠ ও বিপুল কাঠের গুলসহ আসবাবপত্র সম্পুর্ণরুপে পুড়ে প্রায় সাড়ে ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। গত শনিবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ৯টায় আদমদীঘি ব্রিজের পশ্চিমে রিয়াত নামের ছ মিলে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে।
আদমদীঘি উপজেলা সদরের ব্রিজের পশ্চিমে নওগাঁ-বগুড়া মহাসড়কের পাশে দুলাল হোসেনের রিয়াদ নামের ছ মিল অবিস্থত। ছ মিলের মালিক দুলাল হোসেনের ছেলে নাহিদ হোসেন জানায়, গত শনিবার সন্ধ্যায় ঝড় ও বৃষ্টির কারনে গভীর রাত পর্যন্ত বিদ্যুত সংযোগ ছিলনা। রাত সাড়ে ৯টায় উক্ত ছ মিলে হটাৎ করে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। মুহুর্তে ছ মিলের সমস্ত এলাকা আগুন ছড়িয়ে পড়ে। এ সময় আদমদীঘি ও নওগাঁর ফায়ার সার্ভিসের দুটি টিম এসে আগুন নিয়ন্ত্রন করলেও অফিস, ছ মিল ঘর. বৈদ্যুতিক মটর, ছ মিল মেশিন, কাঠ ও বিপুল কাঠের গুলসহ আসবাবপত্র সম্পুর্ণরুপে পুড়ে ছাই হয়। এতে প্রায় সাড়ে ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি বলেন, পুর্বশক্রতাবশত: কেবা কারা এই অগ্নিকান্ডের ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।