ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ
ঈশ্বরদী থানায় পুলিশ বিভাগের সাথে বৈষম্য বিরোধী ছাত্র, বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন এবং সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ( ১১ সেপ্টেম্বর) বিকেলে থানার হল রূমে অনুষ্ঠিত মতবিনিয় সভায় প্রধান অতিথি ছিলেন পাবনার নবাগত পুলিশ সুপার মোরতোজা আলী খান।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোরতোজা আলী খান ঈশ্বরদী থানা পুলিশকে স্বাভাবিক কার্যাক্রমে ফিরিয়ে আনার বিষয়ে সকলের সহযোগীতা কামনা করেন। এছাড়াও হিন্দু সম্প্রদায়ের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং আসন্ন দূর্গাপূজা নির্বিঘ্নে অনুষ্ঠানের জন্য ধর্ম-বর্ণ নির্বিশেষে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার আহব্বান জানান।
সভায় সভাপতিত্ব করেন থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী ও ডিএসবি’র পরিদর্শক মঞ্জুরুল ইসলাম। সঞ্চালনা করে থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম।
বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সদস্য সচিব আজমল হোমেন সুচন, পৌর বিএনপি’র ভারপ্রাপ্ত আহব্বায়ক এস এম ফজলুর রহমান, সদস্য সচিব বিষ্ট সরকার, পৌর জামায়াতের আমীর গোলাম আজম, পৌর যুবদলের আহব্বায়ক জাকির হোসেন জুয়েল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মেহেদী হাসান, ইসলামী ছাত্র শিবিরর সম্পাদক তারিকুজ্জামান তারিক, বৈষম্য বিরোধী সাংবাদিক সংগঠনের সভাপতি আলহাজ্ব সুসার খান, সদস্য সচিব রেজাউল করি ফেরদৌস প্রমূখ।