বাগাতিপাড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

নিজেস্ব প্রতিনিধি (নাটোর) ঃ
‘বহু ভাষায় শিক্ষার প্রসার: পারস্পরিক সমঝোতা ও শান্তির জন্য সাক্ষরতা।’ এ প্রতিপাদ্য নিয়ে নাটোরের বাগাতিপাড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৪ পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় বর্ণাঢ্য র‌্যালি শেষে উপজেলার বড়াল সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, বাংলাদেশ উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। এই উন্নয়নকে বৈষম্যমুক্ত ও টেকসই করতে উন্নয়নের ধারায় সবাইকে সস্পৃক্ত করতে হবে। সাক্ষরতার বাইরে অবস্থানরত দেশের প্রায় ২৪ শতাংশ জনগোষ্ঠির সাক্ষরতা প্রদানসহ তাদের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে সরকার। দেশপ্রেমে শাণিত হয়ে সবাইকে এই কার্যক্রমে সহযোগিতা প্রদান করতে হবে।

সহকারী কমিশনার (ভূমি) সুরাইয়া মমতাজ’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন- উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শরীফুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ড. সাবরিনা আনাম, বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম ও ‘ক্যাব’ উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রভাষক আরিফুল ইসলাম তপুসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।