ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ সহায়তা প্রদান

মশাহিদ আহমদ, মৌলভীবাজার : প্রাক্তন রোভার স্কাউট বৃন্দ মৌলভীবাজার এর আয়োজনে ও রংধনুর সাতরং, কেন্দ্র বিন্দু মুক্ত স্কাউট মহাদল, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ যুব ফোরাম-এর সার্বিক ব্যবস্থাপনায় মনসুরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাদিপুর, ভুকশিমইল, কুলাউড়া, মৌলভীবাজারসহ বিভিন্ন ক্যাম্পে ২৫ জনের ও অধিক দল ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ সহায়তা প্রদান করেছে গত ৬ সেপ্টেম্বর। উক্ত ক্যাম্পে স্বেচ্ছাসেবক ছিলেন- প্রাক্তন রোভারবৃন্দ, কেন্দ্রবিন্দু মুক্ত স্কউট মহাদলের সদস্যবৃন্দ, রংধনুর সাতরং এর সদস্য বৃন্দ, কুলাউড়া সরকারি কলেজের রোভার স্কাউট বৃন্দ, এন সি উচ্চ বিদ্যালয় কুলাউড়ার স্কাউট বৃন্দ, কুলাউড়া মুক্ত স্কাউট দলের সদস্যরা। মেডিকেল ক্যাম্পে এর সার্বিক সহযোগিতায় ছিলেন- এন সি উচ্চ বিদ্যালয় কুলাউড়ার স্কাউট লিডার সোহেল, কুলাউড়া মুক্ত স্কাউট দলের সম্পাদক বাবু ও কুলাউড়া সরকারি কলেজের আর এস এল সহ স্থানীয় জনপ্রতিনিধি। দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ যুব ফোরাম সভাপতি ও প্রাক্তন রোভার মোঃ ইকবাল হোসেন পাবেল এবং সোহেল রানা ও রুমন আহমেদ এর পরিচালনায় জেলা রোভারের যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন আহমেদ উজ্জল এর তত্ত্বাবধানে সারাদিন ব্যাপী ক্যাম্পে প্রায় ৩শত ৫০ জন নারী পুরুষ এবং ২শত জন শিশুকে প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রদান করা হয়। কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সের ডা: মাহফুজুর রহমান এমবিবিএস, বিসিএস স্বাস্থ্য ঔষধ সহায়তা প্রদান করেন। ফ্রি মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন- রংধনুর সাতরং এর পরিকল্পনা সম্পাদক অর্পা আহমেদ অপি সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবৃন্দ।