// ফরিদপুর জেলা প্রতিনিধি-
বর্ষা মৌসুমে কমবেশি সব রাস্তায় একটু কাদা পানি দেখা যায়।কিন্ত ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গার্লস স্কুলের পাকা রাস্তা বৃষ্টির পানিতে ডুবে আছে। অতি সামান্য বৃষ্টি হলেই পানির নিচে তলিয়ে যায় রাস্তা। বিপাকে স্কুলের ছাত্রী ও গ্রামবাসী। প্রতিদিন ভোগান্তিতে পড়তে হয় এ রাস্তা দিয়ে চলাচল করা হিন্দু বালিয়াডাঙ্গীগ্রাম ও রামনগর গ্রামের সাধারণ মানুষ।
এ রাস্তার পাশে কোন ড্রেন বা পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় এই সমস্যার সৃষ্টি হচ্ছে এবং চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে গ্রামবাসীকে। তাই অতি দ্রুত এই রাস্তা উঁচু করে পাশে ড্রেন নির্মাণ করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করার দাবি করেন তারা।
রোকনউদ্দিন সরকারি গার্লস স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী সুমাইয়া ও কোহিনুর জানায়, হালকা বৃষ্টির পানিতে এ রাস্তাটি তলিয়ে যায় আমরা যখন স্কুলে যাই তখন অনেকেই বা পিছলে পড়ে যায় বই খাতা সহ আমাদের কাপড় চোপড় সব ভিজে যায়। এখানে একটি ড্রেন থাকলে হয়তো এমন পরিস্থিতিতে পড়তে হতো না। তাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমাদের দাবী অতি দ্রুত এ রাস্তাটির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
স্থানীয় ব্যবসায়ীরা বলেন, এই রাস্তায় বৃষ্টি হলেই পানি জমে থাকে দীর্ঘ সময় ধরে। আমরা ব্যবসা করি, মালামাল আনা-নেওয়াতে খুব কষ্ট হয়। এতে আমাদের গুনতে হয় বাড়তি টাকা। রাস্তাটা ঠিক হলে ব্যবসাটা ভালোভাবে করা যেতো।
স্থানীয়রা বলছেন, এ জলাবদ্ধতা মাসের পর মাস থাকলেও সমস্যার সমাধান হচ্ছে না। অথচ সড়কটি ব্যবহার করে হাজার হাজার মানুষ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, বাড়ি নির্মাণের সময় পানি নিষ্কাশনের নালা না রাখায় জলাবদ্ধতা তৈরি হচ্ছে। সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে।