মৌলভীবাজারে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বাড়ীতে হামলা-ভাংচুর।

// মৌলভীবাজার প্রতিনিধি ঃ মৌলভীবাজার সদর উপজেলার ১২ নং গিয়াসনগর ইউনিয়নের আনিকেলীবড় গ্রামে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজনদের হামলায় বসত-বাড়ী ভাংচুর ও এলোপাতারী মারধর করে জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মো: জুয়েল মিয়া বাদী হয়ে একই এলাকার আজাদ মিয়া (৬০), আব্বাছ মিয়া (৫০), লেবাস মিয়া (৪৫), শাহিন মিয়া (৩০), সাকেল মিয়া (২৫), সাকু মিয়া (৩৫), জীবান মিয়া (৩০), মুজিব মিয়া (৪৫), আনছার মিয়া (৪০) ও কুলসুম বেগম (৩২)গংদের বিরুদ্ধে মৌলভীবাজার মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন। লিখিত অভিযোগ সুত্রে জানা গেছে- জমি সংক্রান্ত বিরোধ নিয়ে উভয় পক্ষের মধ্যে মৌলভীবাজার সিনিয়র সহকারী জজ আদালতে ( মামলার বাদী- মো: ছুরুক মিয়াগং) স্বত্ব মামলা নং- ১৫৩/২০২৪ইং ও একই আদালতে (মামলার বাদী- এসাজান বিবি) স্বত্ব মামলা নং- ১৫৪/২০২৪ইং, পৃথক ২টি দেওয়ানী মামলা চলমান। গত ১৫ আগষ্ট রাত অনুমান ১ ঘটিকার দিকে ভুক্তভোগী মো: জুয়েল মিয়া-এর বাড়ীতে প্রতিপক্ষের লোকজন অনধিকার প্রবেশ করে হামলা চালায় এবং ঘরের আসবাবপত্র ও মোটর সাইকেল ভাংচুর করে নগদ টাকা নিয়ে যায়। একই ভাবে গত ৯ আগষ্ট তাদের উপর হামলা চালানোর চেষ্টা করা হয়। এ বিষয়ে জানতে চাইলে প্রতিপক্ষের কাউকে না পাওয়ায় বক্তব্য জানা সম্ভব হয়নি।