পদত্যাগ করলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সৌমিত্র

// মোমিন তালুকদার, ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের আন্দোলনের প্রেক্ষিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর পদত্যাগ করেছেন।
গতকাল মঙ্গলবার মহামান্য রাষ্ট্রপ্রতি ও মাননীয় চ্যান্সেলার বরাবর এই পদত্যাগ পত্র জমা দেন তিনি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের সচিব মাধ্যমে এই পদত্যাগপত্র পাঠানো হয়।
জানা গেছে, সার্বিক পরিস্থিতি বিবেচনায় শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীদের ৩ দফা আন্দোলনের প্রেক্ষিতে মঙ্গলবার মধ্যাহ্নে শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমে এই পদত্যাগপত্র জমা দেন ভিসি।
উল্লেখ্য, ২০২১ সালের ১৫ ডিসেম্বর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমানের স্থানে ৬ষ্ঠ তম ভিসি হিসেবে নিয়োগ পান অধ্যাপক ড. সৌমিত্র শেখর।