ডাকাত আতঙ্ক, রাত জেগে পাহারা চলছে ঈশ্বরদীর কর্মকারপাড়ায়

// ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ
সোমবার (১৩ আগস্ট) রাত দেড়টা। ঈশ্বরদী বাজারের পাশে কর্মকারপাড়া মাতৃ মন্দিরের সামনে ফুটপাতে বসে আছেন জনাবিশেক মানুষ। তাঁরা এলাকার তরুণ। হামলা, ডাকাতি বা লুটপাটের আশংকায় রাত জেগে এলাকায় পাহারা দিচ্ছেন।

জানা গেছে, কর্মকারপাড়া এলাকায় আগে থেকেই ভাড়া করা পাহারাদার থাকলেও গত ৫ আগস্টের পর থেকে হিন্দু অধ্যুষিত এই এলাকায় রাত জেগে পাহারা দিচ্ছেন এলাকার তরুণরা। নিয়মিত পাহারায় নের্তৃত্ব দিচ্ছেন এলাকার সন্তান ও পৌর স্বেচ্ছাসেবক দলের আহব্বায়ক মামুনর রশীদ নান্টু।

পাহারারত উল্লাস কুমার বলেন, রাত জেগে আমরা দলবেঁধে লাঠি-বাঁশি হাতে নিয়ে এলাকা পাহারা দিচ্ছি।
ফরিদ জানান, কয়েকমাস আগে থেকে এই এলাকায় নিয়মিত পাহারার ব্যবস্থা করা হয়। সাম্প্রতিক সময়ে বিভিন্ন এলাকায় হামলা ও ডাকাতির ঘটনায় নিজেদেরই এখন রাত জেগে পাহারা দিতে হচ্ছে।

কর্মকারপাড়ায় বসবাসরত জুয়েলারী সমিতির সাধারণ সম্পাদক মিলন কর্মকার বলেন, বর্তমানে দেশের বিভিন্ন জায়গায় হামলা ও বাড়িতে ডাকাতির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। এলাকার সন্তান নান্টু এ কারণে এলাকার সম্মান ও সম্পদ রক্ষার জন্য পাহারা বসিয়েছেন। #