// চাটমোহর (পাবনা) প্রতিনিধি
পাবনার চাটমোহরে আব্দুর রহমান (৭০) নামক এক বৃদ্ধ এসিড নিক্ষেপের শিকার হয়েছেন। আব্দুর রহমান উপজেলার ছাইকোলা ইউনিয়নের কুকড়াগাড়ী গ্রামের বাসিন্দা। জমা জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষ তাকে এসিড নিক্ষেপ করেছে বলে অভিযোগ বৃদ্ধের। বৃহস্পতিবার (৪ জুলাই) রাত আড়াই টার দিকে উপজেলার কুকড়াগাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। এসিড নিক্ষেপের পর স্বজনরা তাকে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। উন্নত চিকিৎসার জন্য চিকিৎসক তাকে ঢাকায় স্থানান্তর করেন।
আব্দুর রহমান জানান, দীর্ঘ দিন যাবত প্রতিবেশীদের সাথে জমা জমি নিয়ে তার বিরোধ চলছে। গত শুক্রবার এলাকার গন্যমান্য ব্যক্তিদের নিয়ে শালিস বৈঠকও অনুষ্ঠিত হয়েছে। শালিস বৈঠকে প্রধানরা তাকে সাড়ে ১৭ শতাংশ জমি বুঝে দিয়েছেন। তিনি আরো কিছু জমি পাবেন। এ নিয়ে শুক্রবার (৫ জুলাই) ফের শালিস বৈঠক বসার কথা ছিল। কিন্তু তার আগেই বৃহস্পতিবার রাতে প্রতিপক্ষের শহীদ, ইউনুস, সোরমানসহ ছয় সাত জন এসিড নিক্ষেপ করে ঝলসে দেয় তার শরীর।
অভিযুক্তদের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও সংযোগ পাওয়া যায়নি।
এ ব্যাপারে ছাইকোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুজ্জামান জানান, শুনেছি আব্দুর রহমান নামক একজন বৃদ্ধের উপর এসিড নিক্ষেপের ঘটনা ঘটেছে। তবে কেন, কারা এ ঘটনা ঘটিয়েছে এ ব্যাপারে বিস্তারিত জানি না।
চাটমোহর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম রেজা বৃহস্পতিবার বিকেলে জানান, এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আমরা অভিযান চালিয়ে শহীদসহ দুই ব্যক্তিকে আটক করেছি। পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।