// সাঁথিয়া প্রতিনিধিঃ পাবনার আতাইকুলা মাধপুর আমেনা খাতুন ডিগ্রী কলেজে এইচ এস সি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় ইংরেজী প্রথম পত্র পরীক্ষায় ৫৬৭ জন অংশ গ্রহন করে।
আতাইকুলা মাধপুর আমেনা খাতুন ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেন্দ্র সচিব আব্দুলা হেল মাহমুদ জানান এ কেন্দ্রে ২০২৪ সালে এইচ এস সি পরীক্ষায় এলাকার ৫ টি কলেজ থেকে মোট ৫৯১ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করে। সাঁথিয়া উপজেলা নির্বাহী অফসার মোঃ জাহিদুল ইসলাম পরিদর্শন করেন। এছাড়াও উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার সর্বক্ষনিক দায়িত্ব পালন করছেন।
অপর দিকে একই কেন্দ্রের আমেনা খাতুন বালিকা স্কুল এন্ড কলেজের ভ্যানুতে বি এম টি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৪ টি বি এম কলেজের ৫৮০ জন পরীক্ষার্থীর মধ্যে বৃহস্পতিবার কম্পিউটার অফিস এপ্লিকেশন পরীক্ষায় ২৫০ জন অংশ গ্রহন করে। এ ভ্যানুতে সাঁথিয়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম সরোয়ার সার্বক্ষনিক দায়িত্ব পালন করছেন। ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেন্দ্র সচিব আব্দুলা হেল মাহমুদ আরো বলেন নকল মুক্ত মনোরম পরিবেশে এইচ এস সি পরীক্ষা হচ্ছে। পরীক্ষার্থী ও শিক্ষকদের সার্বিক সহোযোোগিতা কামনা করেন।