// গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.
নাটোরের গুরুদাসপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক একদিনের এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণ শেষে সোমবার (১ জুলাই) উপজেলা পরিষদ মিলনায়তনে তামাক প্রতিরোধে আলোচনা সভা হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা আক্তারের সভাপতিত্বে ওই আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আহম্মদ আলী মোল্লা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দুই ভাইস চেয়ারম্যান শরিফুল ইসলাম ও সাহিদা আক্তার। এছাড়া ইউপি চেয়ারম্যান আব্দুুল বারী, উপজেলা কৃষি কর্মকর্তা হারুনর রশীদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম আকতার, শিক্ষা কর্মকর্তা মো. জোনাব আলী, সাংবাদিক আলী আক্কাছ প্রমুখ বক্তব্য রাখেন।