শেরপুরের ঝিনাইগাতীতে ভিজিডি’র চাল বিতরণে কারচুপির অভিযোগ

// মুহাম্মদ আবু হেলাল, শেরপুর  প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতীতে ভিজিডি কার্ডের চাল বিতরণে কারচুপির  অভিযোগ উঠেছে। এ অভিযোগ ভিজিডি কার্ডধারিদের।  

জানা গেছে, রবিবার (৩০জুন)  উপজেলার কাংশা ইউনিয়নে ৪৩৫ জন ভিজিডি কার্ডধারীদের মাঝে চাল  বিতরণ করা হয়।

নিয়মানুযায়ি ৩০ কেজি করে চাল বিতরনের কথা। কিন্তু এখানে তা করা  হয়নি। প্রতিজন কার্ডধারিদের মাঝে ২৬ থেকে সর্বোচ্চ  ২৮ কেজি করে চাল বিতরন করা হয়েছে। 

 স্থানীয়রা এ   অভিযোগের বিষয়টি সাংবাদিকদের জানালে একাধিক সাংবাদিক আয়নাপুর বাজারে ঘটনাস্থলে যান। তারা  চাল বিতরনে কারচুপির বিষয়টি নিশ্চিত হলে ওই সাংবাদিকরা ঘটনাটি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে  অবহিত করেন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেল সাংবাদিকদের বলেন, অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেয়া হবে।  

তবে এ বিষয়ে শেরপুরের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম বলেন, সাংবাদিকেরা যে কোন অভিযোগ প্রশাসনকে অবহিত  করলে  প্রশাসন এ  বিষয়ে  ব্যবস্থা নেবেন। কাউকে অভিযোগ করতে   হবে কেন? বিষয়টি  দেখবেন বলেও জানান তিনি।